রবিবার, ২৫ ডিসেম্বর ২০১১, ১১ পৌষ ১৪১৮
টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের উন্নতি
স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নানাবিধ বিতর্ক। এছাড়াও গত আড়াই বছর ধরে নিজেদের দেশে তারা কোন ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারছে না। ২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপরে জঙ্গী হামলার পর থেকেই পাকিস্তানে কোন দল সফর করছে না। তবে এতকিছুর পরও তাদের দলীয় পারফরমেন্সে কোন ঘাটতি দেখা যায়নি। বিশ্ব ক্রিকেটের সেরা আসর বিশ্বকাপেও পাকিস্তানের সহ-আয়োজক হওয়ার কথা থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তারা। বিশ্বকাপের পরও তাদের আষ্টেপৃষ্ঠেই জড়িয়ে ধরে নানাবিধ বিতর্ক। তা সত্ত্বেও হেরফের হয়নি বিন্দুমাত্র পাকিস্তানের দলীয় পারফরমেন্সে। এমনকি ক্রিকেটের সেরা ফরমেট বলে বিবেচিত টেস্ট অঙ্গনেও তারম্নণ্যনির্ভর দল নিয়ে একের পর এক সাফল্য আদায় করছে তারা। গত বছর নবেম্বর থেকে চলতি বছর বাংলাদেশের বিরুদ্ধে বছরের শেষ টেস্ট খেলেছে পাকরা। এর মধ্যে ১২ টেস্ট খেললেও ৬টি জয়ের বিপরীতে একটি মাত্র পরাজয় জুটেছে তাদের কপালে, আর অমীমাংসিতভাবে তারা ম্যাচ শেষ করেছে ৫টি ম্যাচ।
|